বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রুপাপাত বামন চন্দ্র উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বান আগামি ১১ মে অনুষ্ঠিত হবে। ১৫ এপ্রিল নির্বাচনী প্রিজাইডিং অফিসার ও উপজেলা পল্লী উন্নয়ন অফিসার তাপস শাখারীর স্বাক্ষরীত তফসিল ঘোষনা করা হয়।
তফসিল থেকে জানা যায়, রুপাপাত বামন চন্দ্র উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনের মনোনয়নপত্র গ্রহণ ও জমা দানের শেষ তারিখ ১৮,২১,২২ এপ্রিল। ২৩ এপ্রিল মনোনয়নপত্র বাছাই,মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় অফিস চলাকালিন উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর আবেদন করার তারিখ ২৫ এপ্রিল, ২৮ এপ্রিল মনোনয়ন বৈধ তালিকা প্রকাশ, ৩০ এপ্রিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। ১১ মে সকাল ১০ থেকে বিকেল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
প্রিজাইডিং অফিসার ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা তাপস শাখারী বলেন, নির্বাচনের আমার অফিস এবং বিদ্যালয়ের অফিস কক্ষ থেকে প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করতে ও জমা দিতে পারবেন।
আগামি ১১ মে বিদ্যালয়ে নির্বাচন অনুষ্ঠিত হবে।