sliderস্থানীয়

বোয়ালমারীতে সড়ক দুঘর্টনা প্রতিরোধে পুলিশ রাস্তায়

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সহস্রাইল এলাকায় মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহা সড়ক সহ বিভিন্ন মোড়ে মোড়ে বাজারে বাজারে সড়ক দুঘর্টনা প্রতিরোধে থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল ওহাবের নেতৃত্বে ওসিসহ থানা পুলিশ রাস্তায় নেমে গেছে। বুধবার (১১ জানুয়ারী) সকাল থেকে পুলিশ এ অভিযান শুরু করেছেন।

ওসি মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, লাইসেন্স বিহীন অটো, অটোভ্যান, নছিমন, করিমন, মোটরসাইকেল, হেলমেন্ট ছাড়া মোটরসাইকেল চালানো, অপ্রাপ্ত বয়াসের লোকজন যানবাহন চালানোর কারনে বিভিন্ন সড়ক দুঘর্টনা ঘটছে। তাই সড়ক দুঘর্টনা প্রতিরোধ করতে পুলিশ বিভিন্ন রাস্তার মোড়ে, বাজারে কাজ করছে। মানুষের মধ্যে সচেতনাতা বাড়াছে। যাতে সড়ক দুঘর্টনা কমে। 

Related Articles

Back to top button