sliderস্থানীয়

বোয়ালমারীতে স্বপ্নের পদ্মা সেতু ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে স্বাধীনতার মহান স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ৬দলীয় স্বপ্নের পদ্মা সেতু ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ মার্চ) বিকেলে বোয়ালমারী সরকারী ডিগ্রি কলেজ মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় অংশগ্রহন করে ৬টি দল। খেলায় কুমার ফুটবল একাদশ মধুমতি ফুটবল একাদশকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোশারেফ হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান এমএম মোশাররফ হোসেন। আরো উপস্থিত ছিলেন, উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার জোহুরুল হক, অধ্যক্ষ লিয়াকত হোসেন লিটন, সহকারী শিক্ষা অফিসার রাকিবুল হাসান, জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা মো. আমিনুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মেহেদী হাসান প্রমুখ। খেলা শেষে বিজীদের হাতে ট্রফি তুলে দেওয়া হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button