sliderস্থানীয়

বোয়ালমারীতে স্কুল ছাত্রীর আত্মহত্যা

বোয়ালমারী(ফরিদপুর)প্রতিনিধিঃ ফরিদপুরের বোয়ালমারীতে দশম শ্রেণির এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

আত্মহননকারী শিক্ষার্থীর নাম প্রাপ্তি। সে বোয়ালমারী জর্জ একাডেমির দশম শ্রেণিতে পড়া শোনা করতো। সে পার্শ্ববর্তী উপজেলা আলফাডাঙ্গা পৌরসভার বাকাইল গ্রামের মৃত রওশন মোল্যার কন্যা। পিতার মৃত্যুর পর বোয়ালমারী পৌর সভার ৮নং ওয়ার্ডের চতুল গ্রামে মা ও বোনের সাথে নানা বাড়ীতে বসবাস করে আসছে।

পারিবারিক সূত্রে জানা যায়, প্রাপ্তির বড় বোনের সাথে অ্যালোভারা ভাগাভাগি নিয়ে কথা কাটাকাটি হয়। এ নিয়ে অভিমান করে বেলা সাড়ে ৩টার দিকে প্রাপ্তি শোবার ঘরের ছাদের সিলিং ফ্যানের সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস নেয়। পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পেরে তাকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে আসে। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা.ফাতেমাতুজ্জহরা তাকে মৃত ঘোষণা করে।
ডা.ফাতেমা জানান, তাকে হাসপাতালের আনার আগেই তার মৃত্যু হয়েছে।

মৃতদেহ উদ্ধারকারী বোয়ালমারী থানা পুলিশের উপ-পুলিশ পরিদর্শক আব্দুল লতিফ মন্ডল- ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে মৃতদেহ পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। পরবর্তি আইনি ব্যবস্থা প্রক্রিয়াধিন।

Related Articles

Leave a Reply

Back to top button