sliderস্থানীয়

বোয়ালমারীতে সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়ণ সংক্রান্ত আলোচনা

বোয়ালমারী৷ (ফরিদপুর) প্রতিনিধিঃ ‘সুখে ভরবে আগামীর দিন, পেনশন হবে সর্বজনীন’ স্লোগানে ফরিদপুরের বোয়ালমারীতে সর্বজনীন পেনশন স্কিমের নিবন্ধন কার্যক্রমের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বোয়ালমারী উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (২৪ এপ্রিল) সর্বজনীন পেনশন স্কীন বাস্তবায়ন সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয় । সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদী হাসান তার বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকার বাস্তবায়নে বৈষম্যহীন সামাজিক কাঠামোয় সব নাগরিকের বিশেষ করে বয়স্ক জনগোষ্ঠীর আর্থিক সুরক্ষা নিশ্চিতকরণে এই সর্বজনীন পেনশন স্কিম। এটি সফল করতে সব পেশার মানুষের সহযোগিতা প্রয়োজন এই মুহূর্তে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মেহেদী হাসান এর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) গোলাম রব্বানী সোহেল, উপজেলা কৃষি কর্মকর্তা এসএম রাশেদুল হাসান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা তাপশ শাখারী, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জসিম উদ্দিন,
উপজেলা সমাজ সেবা অফিসার কারিজুল ইসলাম, উপজেলা আনসার ও ভিডিপি অফিসার পিযুষ কুমার ঘোষ। আলোচনা সভায় উপস্থিত ছিলেন বোয়ালমারীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকবৃন্দ সাংবাদিকবৃন্দ, জনপ্রতিনিধি গণ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button