
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে হার্ডওয়্যার ব্যবসায়ী দুলাল চন্দ্র কুন্ডু (৬৩) নামের এক ব্যবসায়ী বিষপানে আত্মহত্যার ঘটনা ঘটেছে। ওই ব্যবসায়ী পৌরসভার ১নং ওয়ার্ডের গুনবহা গ্রামের বাসিন্দা। দুলাল চন্দ্র কুন্ডু বোয়ালমারী বাজারের হার্ডওয়্যার ব্যবসায়ী। তার দুই ছেলে।
জানা যায়, বৃহস্পতিবার (১২ অক্টোবর) রাত ১০টার দিকে ওই ব্যবসায়ী কাজ শেষে গুনবহা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ফুলতলা মোড় সংলগ্ন এলাকায় পৌছায়ে বিষপান করলে ওই এলাকার এক ব্যক্তি নিহতের মামাতো ভাই বলাই কুন্ডুকে ফোন করে জানালে বাড়ির লোকজন দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে রিফার্ড করেন। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর তার মৃত্যু হয় বলে পারিবারের সদস্যরা জানায়।
দুলাল চন্দ্র কুন্ডুর ছেলে দেবাশীষ কুন্ডু জানান, ৫০ লাখ টাকার একটা লোন ছিল তার বাবার। ওই লোনের টাকার কারনে দীর্ঘদিন মানসিক চাপে ছিল।
পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর মো. বিপ্লব আহমেদ বলেন, দুলাল চন্দ্র কুন্ডু অনেক টাকার দেনা ছিল। সেই দেনার কারনে আত্মহত্যা করেছে। প্রশাসনের অনুমতি নিয়ে লাশ পুড়ানো হয়েছে।
বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, ব্যবসায়ীর পরিবার থেকে কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।