sliderস্থানীয়

বোয়ালমারীতে বাস মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারীতে মঙ্গলবার (০২.০৭.২৪) বিকেলে বাস-মোটরসাইকেলের মুখমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। নিহতরা হলো আলফাডাঙ্গা উপজেলার শুকুরহাটা গ্রামের রাজু সেখ (২২), হোসাইন (২৩) ।

মঙ্গলবার বিকেল সাড়ে ছয়টার দিকে মাঝকান্দী-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের বাইখির মিলঘর এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা যায়, সহস্রাইল থেকে ছেড়ে আসা ফরিদপুরগামী লোকালবাস মালঞ্চ পরিবহনের সাথে ভাটিয়াপাড়াগামী মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক ও আরোহী নিহত হয়।

দূর্ঘটনার পর বাস চালক ও সহযোগী বাসটি ফেলে পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে থানা পুলিশ মৃতদেহ উদ্ধার করে। বাসটি জব্দ করা হয়েছে।

বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। নিহতদের বাড়ি আলফাডাঙ্গা উপজেলার শুকুরহাটা গ্রামে।

Related Articles

Leave a Reply

Back to top button