sliderস্থানীয়

বোয়ালমারীতে বটি দিয়ে গলা কেটে আত্মহত্যা

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারীতে বটি দিয়ে নিজের গলা কেটে আত্মহত্যা করেছে নজরুল চৌধুরী (৪০) নামে এক যুবক। শুক্রবার (০৮.১১.২৪) বিকেলে রান্না ঘরে সে আত্মহত্যা করে। সে উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের জয়পাশা পশ্চিম পাড়ার মৃত ছত্তার চৌধুরীর ছেলে। খবর পেয়ে ডহরনগর ফাঁড়ি পুলিশ লাশ উদ্ধার করেছে।

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডিপুটি কমান্ডার জয়পাশা গ্রামের অধিবাসী সৈয়দ আব্দুর রউফ সিদ্দিকী জানান, শুক্রবার বিকেল ৩টার দিকে নজরুল রান্না ঘরে গিয়ে বটি দিয়ে নিজের গলা কেটে আত্মহত্যা করে। সে দীর্ঘদিন অসুস্থ ছিল। অভাবের সংসার। তার স্ত্রী ও দুই সন্তান রয়েছে।

ডহরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওমর শরীফ আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে বলেন, অসুস্থ নজরুল চৌধুরী মানসিক ভারসাম্যহীন হয়ে গিয়েছিল। এর আগেও ২-৩ বার গলায় রশি নিয়েছিল। পুলিশ লাশ উদ্ধার করে থানায় পাঠিয়েছে। শনিবার ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। এ বিষয়ে
অপমৃত্যুর মামলা হবে।

Related Articles

Leave a Reply

Back to top button