sliderস্থানীয়

বোয়ালমারীতে প্রবাসির বাড়িতে চুরি, থানায় অভিযোগ

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়নের কোন্দারদিয়া গ্রামে এক বাসির বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। চুরির ঘটনায় ওই প্রবাসির স্ত্রী শারমীন হক সুমী গত ২৮ অক্টোবর রাতে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ সূত্রে জানা যায়, কোন্দারদিয়া গ্রামের কুয়েত প্রবাসি জাহিদুল ইসলামের স্ত্রী শারমীন হক সুমী দুই সন্তান নিয়ে গত ১ মাস আগে বোয়ালমারী পৌর সভার কুশাডাঙ্গা গ্রামে ভাড়া বাসায় উঠে। তার গ্রামের বাড়ি কোন্দারদিয়া গত ২৭ অক্টোবর রাতে বাড়ির গেটের তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে ঘরের যাবতীয় মালামাল চুরি করে নিয়ে যায় চোরের দল। অভিযোগে তিনি উল্লেখ করেন আলমারীতে থাকা ১২ ভরি স্বর্ন অলংকার, নগদ ৮৫ হাজার টাকা, ২০টি বিদেশী কম্বল, জমির দলিলপত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র, গ্যাসের চুলা, রাইস কুকার, টেলিভিশন, ১৫-১৬ মন পিয়াজ চুরি করে নিয়ে যায়।
থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, চুরির বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে দেখা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Back to top button