sliderস্থানীয়

বোয়ালমারীতে পেঁয়াজ বাজারে ভোক্তা অধিকারের অভিযান

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরে বোয়ালমারীতে সরকার নির্ধারিত পেঁয়াজের দাম পর্যবেক্ষণে বিশেষ অভিযান চালিয়েছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে বোয়ালমারী উপজেলার ময়েনদিয়া পেঁয়াজ বাজারে অভিযান চালানো হয়। এ সময় সরকার নির্ধারিত দামে পেঁয়াজ ক্রয়-বিক্রয় না করা এবং পাকা রশিদ ও মূল্য তালিকা হালনাগাদ না থাকায় মেসার্স শাহাদাৎ বাণিজ্যালয়, সোহাগ ট্রেডার্স ও মেসার্স আরমান-সোয়াইব বাণিজ্যালয়কে ৩ হাজার টাকা করে মোট ৯ হাজার টাকা জরিমানা করা হয়। জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর এএসআইয়ের ফিল্ড অফিসার প্রলয় কুমার সরকার, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উৎসহ কৃষি কর্মকর্তা অভিজিৎ বিশ্বাস, বোয়ালমারী ক্যাবের সভাপতি মুহাব্বত জান চৌধুরীসহ আরও অনেকে।
জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ বলেন, সরকার নির্ধারিত মূল্যে স্থানীয় পেঁয়াজ ক্রয়-বিক্রয় এবং ক্রয়-বিক্রয় রসিদ সংরক্ষণ ও মূল্য তালিকা হালনাগাদ না থাকায় জরিমানা করা হয়েছে এবং এ বিষয়ে ব্যবসায়ীদের বিশেষভাবে সতর্কতামূলক নির্দেশনা দেওয়া হয়েছে। ভোক্তা অধিকারের অভিযান চলাকালীন বিভিন্ন আড়ৎদারগণ সরকারি নির্ধারিত মূল্য কৃষকদের থেকে পেঁয়াজ ক্রয় করে। কৃষকদের কাছ থেকে প্রকারভেদে ১হাজার ৯শ থেকে ২হাজার ২শ টাকা পর্যন্ত পেঁয়াজ ক্রয় করতে দেখা যায়।

Related Articles

Leave a Reply

Back to top button