sliderস্থানীয়

বোয়ালমারীতে পহেলা বৈশাখে লাঠি খেলা

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : বাংলা (১৪৩১) নববর্ষকে বরণ করে নিতে ফরিদপুরের বোয়ালমারীতে দিনব্যাপী ছিলো নানা আয়োজন। রবিবার (১৪ এপ্রিল) বিকেল সাড়ে ৫টায় উপজেলা পরিষদ চত্বরে লাঠি খেলা ও জাপান সাপ খেলা অনুষ্ঠিত হয়। এর আগে সকালে উপজেলা চত্বর থেকে হাতি-ঘোড়াসহ বর্ণাঢ্য এক মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয় বর্ষবরণ অনুষ্ঠান। রালিটি পৌরসদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে আবার উপজেলা চত্বরে এসে শেষ হয়। শোভাযাত্রায় জীবন্ত হাতি, ঘোড়া, ঘোড়ার গাড়ী ও ভ্যান সজ্জিত সাজসজ্জা পথচারিদের নজর কাড়ে। দুপরে উপজেলা শিল্পকলা একাডেমির অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান বিকেল সাড়ে ৫টায় আবহমান বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা ও জাপান সাপ খেলার মধ্যে দিয়ে অনুষ্ঠান শেষ হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন, পৌর মেয়র সেলিম রেজা লিপন মিয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান, থানা অফিসার, ইনচার্জ শহিদুল ইসলাম, আ.লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ পিকুল, যুবলীগের আহ্বায়ক শরীফ সেলিমুজ্জান লিটু, ছাত্রলীগের সভাপতি সৈয়দ মোর্তুজা আলী তমাল সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button