
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পরমেশ্বদী ইউনিয়নের ধোলজুড়া এলাকায় এক বাড়ি থেকে প্রবাসির স্ত্রীর ও তার প্রেমিককে আটক করেছে পুলিশ। ওই প্রেমিক সালথা উপজেলার বাইশখালী গ্রামের লালন খান (৩০)। তার দুই ছেলে রয়েছে। আটকৃতদের শনিবার (২৫ ফেব্রুয়ারী) আদালতে পাঠিয়েছে পুলিশ।
স্থানীয় ও পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, সিরাজগঞ্জ এলাকার এক মালদ্বিপ প্রবাসির স্ত্রী (২৫) কিছুদিন আগে ধোলজুড়া এলাকায় বোনের বাড়িতে এসে থাকে। ওই পরকিয়া প্রেমিক গত শুক্রবার রাতে ধোলজুড়া গ্রামে প্রেমিকার সাথে রাত কাটানোর সময় রাত ২টার দিকে স্থানীয় জনতার হাতে ধরা পড়ে। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ তাদের আটক করে ডহরনগর পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়।
ডহরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আজাদ হোসেন বলেন, শুক্রবার গভীর রাতে স্থানীয়রা ওই দুইজন আটক করে ফাঁড়িতে খবর দিলে পুলিশ তাদের আটক করে নিয়ে আসে। তাদের দুইজনকে শনিবার দুপুরে ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে।
|