sliderস্থানীয়

বোয়ালমারীতে জামাই হত্যা মামলায় শাশুড়িসহ গ্রেপ্তার ৩

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রুপাপাত ইউনিয়নের কদমি গ্রামে মেয়ের স্বামীকে হত্যার ঘটনায় (সাসপেক্ট) সন্দেহ মূলক শাশুড়িসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হত্যার পর থেকে পলাতক ছিল। আসামিদের বুধবার (২৭ নভেম্বর) ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে। ৩ জনের মধ্যে দুজনকে ৫ দিনের রিমান্ড চাওয়া হয়েছে।

জানা যায়, গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার পদ্মফুল গ্রামের মিজানুর রহমান (২৬) বিয়ে করেন রুপাপাত ইউনিয়নের কুদমি গ্রামের জয়নব নামের একটি মেয়েকে। বিয়ের কিছুদিন পর মিজান শ্বশুর বাড়িতে বেড়াতে এলে তার লাশ ২০২৪ সালের ২০ আগস্ট বিকালে পাওয়া যায় রুপাপাত বামুনচন্দ্র উচ্চ বিদ্যালয়ের পাশে একটি বাগানে। ওই সময় অজ্ঞত হত্যা মামলা হয় থানায়। মামলা নম্বর (১৮)। ঘটনার পর থেকে মিজানের শাশুড়ি রেখা পারভীন (৫৫), স্ত্রী মোসা.জয়নব (২২) শ্যালক আরবান মোল্যা (২০) গাঢাকা দেয়।

গত সোমবার রাতে ডহরনগর ফাঁড়ির পুলিশ অভিযান চালিয়ে ঢাকার পল্টন এলাকা থেকে তাদের ৩ জনকে গ্রেফতার করে।

ডহরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওমর শরীফ জানান, মিজান মারা যাওয়ার পর তারা পলাতক ছিল। তাদের সাসপেক্ট হিসাবে গ্রেফতার করা হয়েছে। বুধবার তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। মিজানের শাশুড়ি ও স্ত্রীকে ৫ দিনের রিমান্ড চাওয়া হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button