slider
বোয়ালমারীতে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদ্বোধন

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: শিশু বান্ধব শিক্ষা, সম্মাট বাংলাদেশের দীক্ষা এই শ্লোগান নিয়ে ফরিদপুরের বোয়ালমারী উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে রবিবার সকালে (২৬ মে) জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৪ উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন শেষে উপজেলা হলরুমে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো. মেহেদী হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু আহাদ মিয়া, সহকারী শিক্ষা অফিসার মো. আজিজুর রহমান খান, মো. সরোয়ার হোসেন, মো. টিপু সুলতান খান, মো. বসির শরীফ, একটি স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি সাংবাদিক কাজী হাসান ফিরোজ প্রমুখ।