বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় পাবলিক দিবস পালন করা হয়েছে। রবিবার (২৩ জুলাই) সকাল সাড়ে দশটার দিকে উপজেলা চত্বর থেকে একটি র ্যালি বের হয়ে পৌর বাজার প্রদক্ষিন শেষে উপজেলা হলরুমে গিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোশারেফ হোসাইনের সভাপতিত্বে বক্তব্য রাখেন,
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু আহাদ মিয়া, উপজেলা প্রকৌশলী এলজিইডি কর্মকর্তা রাশেদ ইকবাল, অধ্যক্ষ লিয়াকত হোসেন লিটন, আনসার ভিডিপি কর্মকর্তা পিযুস কুমার, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রাকিবুল ইসলাম, মাধ্যমিক সহকারী শিক্ষা কর্মকর্তা মো. আজিজুর রহমান খানসহ সকল কর্মকর্তকবৃন্দ।