বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী ইউনিসয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মান্নান মাতুব্বরের বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় থানায় মামলা হয়েছে। মান্নান মাতুব্বরের স্ত্রী মোছা. রুনা বেগম বাদি হয়ে শুক্রবার (১৮.১০.২৪) মামলাটি দায়ের করেছেন।
জানা যায়, গত বৃহস্পতিবার খারদিয়া, নটখোলা, হাসামদিয়া, ময়েনদিয়া, পরমেশ্বরদী এলাকার সহস্রাধিক লোক দলবদ্ধ হয়ে মান্নান মাতুব্বরের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাট ও বিভিন্ন ভবনে অগ্নিসংযোগ করে। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে চেয়ারম্যানের ছেলে মাসুদ মাতুব্বর (৩৫), চেয়ারম্যানের ভাতিজা শাকিল মাতুব্বরকে (২৬) মারাত্বকআহত করে। এ সকল ঘটনায় ৩৮ জনের নাম উল্লেখ করে এবং ৬০০-৭০০ জনকে অজ্ঞাত আসামি করে শুক্রবার বিকেল ৫টায় বোয়ালমারী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন চেয়ারম্যানের স্ত্রী রুনা বেগম।
রাতে ১৪৩/৪৪৭/৪৪৮/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৩৮০/৪২৭/৪৩৬/৫০৬/১১৪ ধারায় মামলাটি নথিভূক্ত করা হয়। মামলা নং ১৩। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শরীফ আব্দুর রশিদ বলেন, সবেই মামলা হয়েছে। এখন তদন্ত করে এবং উর্ধতন কর্মকর্তাদের সাথে পরামর্শ করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
বোয়ালমারী থানার পরিদর্শক (তদন্ত) মো. মজিবর রহমান বলেন, বাদির লিখিত অভিযোগ পেয়ে মামলা নেওয়া হয়েছে। তদস্তকারী কর্মকর্তা বিষয়টি তদন্ত করে দেখবে। পাশাপাশি আসামিদের গ্রেপ্তারে অভিযানও চলবে।