sliderস্থানীয়

বোয়ালমারীতে গৃহবধূর লাশ উদ্ধার

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঘোশপুর ইউনিয়নের ঘোষপুর পূর্ব পাড়া থেকে শনিবার (২৩ মার্চ) সকালে শিউলী বেগম (৪৫) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে স্থানীয় থানা পুলিশ। ওই নারীর স্বামী দেলোয়ার হোসেন দীর্ঘ দিন বিদেশে রয়েছে।

থানা সূত্রে জানা যায়, শুক্রবার রাত ১২টা থেকে শনিবার সকাল সাড়ে নয়টার মধ্যে যে কোন সময় ওই নারী আত্মহত্যা করে। ওই ঘরে শিইলী বেগম একাই থাকতো। শনিবার সকালে ঘুম থেকে না উঠায় তার জা (দেবরের বৌ) বন্যা বেগম দরজা ধরে ধাক্কাধাক্কি করে কোন সাড়াশব্দ না পেয়ে তার স্বামী আসাদুজ্জামানকে জানায়। পরে বাড়ির লোকজন মিলে ঘরের দরজা ভেঙ্গে ভিতরে ঢুকে দেখে শিউলী বেগম পরনের শাড়ী দিয়ে তালের আড়ার সাথে ফাঁস নিয়ে ঝুলছে। শাড়ি কেটে তাকে নামিয়ে আনে। খবর পেয়ে বোয়ালমারী থানা পুলিশ লাশ উদ্ধার করে।

এব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button