বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী থানা পুলিশের হাতে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার হয়েছে। গ্রেপ্তারের ঘটনায় এসআই ফরহাদ হোসেন বাদি হয়ে বৃহস্পতিবার (২১ মার্চ) মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করেছেন। মামলা নম্বর ৩৩।
গ্রেপ্তারকৃতরা হলো কোতয়ালী থানার কাশিমাবাদ গ্রামের মো. বাহার শেখ (২৮), মো. জুয়েল শেখ (৩৪), বোয়ালমারী উপজেলার গুনবহা গ্রামের শাহিন শেখ (২৬)।
থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত পৌনে ৮টার দিকে উপজেলার চতুল ইউনিয়নের পোয়াইল গ্রামের লিটন মোল্যার বাড়ির পশ্চিম পাশে তারা মাদক বেচার উদ্দেশ্যে অবস্থান করছিল। এসআই লতিফ, এএসআই মনির হোসাইন, এএসআই শফি উদ্দিন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে তাদের মাদকসহ গ্রেপ্তার করে।
থানা অফিসার ইনচার্জ মো.সহিদুল ইসলাম বলেন, ১ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের নামে মাদক মামলা হয়েছে। আসামিদের বৃহস্পতিবার ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।