sliderস্থানীয়

বোয়ালমারীতে গণধর্ষণ মামলায় গ্রেপ্তার ২

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী গ্রামের এক গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। শনিবার (৭ সেপ্টেম্বর) রাতে গনধর্ষনের শিকার ওই গৃহবধূ বাদি হয়ে পরমেশ্বরদী গ্রামের রনি সমাদ্দার (১৯), বিজয় দত্তকে(৩৬) সহ চারজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ৮ জনকে আসামি করে মামলাটি করেন। মামালা নং ৪।

ওই গৃহবধূ চিকিৎসাধীন থাকার কারণে মামলাটি করতে দেরি হয়েছে।

এদিকে ঘটনার পর পুলিশ আসামি রনি সমাদ্দার ও বিজয় দত্তকে গত মঙ্গলবার রাতে পরমেশ্বরদী গ্রাম থেকে আটক করে বুধবার জিডি মুলে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় ফরিদপুর আদালতে প্রেরণ করেন।

মামলা সুত্রে জানা যায়, গত ২ সেপ্টেম্বর রাত আনুমানিক সাড়ে দশটার দিকে প্রকৃতির ডাকে সাড়াদিলে নিজ বিল্ডিংয়ের নিচে ওই গৃহবধূ (২৭) ও তার শিশু কন্যা (৮) বাথরুম থেকে বের হলে আসামিরা তার মেয়ের মুখ চেপে ধরে বিল্ডিংয়ের ছাদে নিয়ে যায়। মেয়েকে মেরে ফেলার ভয় দেখিয়ে তাকে পালাক্রমে ধর্ষণ করে। ধর্ষণ করে শেষ রাতের দিকে তার বিল্ডিংয়ের রুমের সামনে ফেলে রেখে যায়।

মামলার তদন্ত কর্মকর্তা মো. মজিবুর রহমান বলেন, গনধর্ষনের ঘটনায় মামলা হয়েছে। মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। তাদের ৫ দিনের রিমান্ড চাওয়া হবে।বাকি আসামিদের গ্রেপ্তারের অভিযান চালছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button