sliderস্থানীয়

বোয়ালমারীতে অটো ভ্যানের ধাক্কায় শিশু নিহত

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রুপাপাত ইউনিয়নের কালিনগর গ্রামে অটোভ্যানের ধাক্কায় আবু তাহের (৪) নামের এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় ডহরনগর তদন্ত কেন্দ্রের পুলিশ অটো চালককে আটক করেছে। অটো চালকের বাড়ি শেখর ইউনিয়নের দরিসহ¯্রাইল গ্রামে।
রুপাপাত ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য কালিনগর গ্রামের বাসিন্দা মো. জাফর ফকির বলেন, মঙ্গলবার (২৪ অক্টোবর) বিকেলে সাড়ে চারটার দিকে অটো চালক অটো নিয়ে কালিনগর বাজার থেকে তামারহাজাী গ্রামে যাওয়ার পথে কালিনগর গ্রামের মধ্যে গেলে শিশু আবু তাহেরকে ধাক্কা দেয়। ওই সময় শিশুটি রাস্তায় খেলছিল। শিশুটিকে আহত অবস্থায় উদ্ধার করে পাশের আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
ডহরনগর তদন্ত কেন্দ্রের ইনচার্জ আজাদ হোসেন বলেন, অটোর ধাক্কায় শিশু মারার ঘটনায় অটো চালককে আটক করা হয়েছে। অটো চালক ও অটো বর্তমানে পুলিশের হেফাজতে আছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button