বোয়ালমারীর ইউএনওর মোবাইল নম্বর ক্লোন করে টাকা দাবি

তৈয়বুর রহমান কিশোর, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসিয়াল মোবাইল নম্বর (০১৭০১-৬৭০০২৬) ক্লোন করে বিভিন্ন জোনের কাছে টাকা দাবি করেছে দুর্বৃত্ত চক্র। এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণের জন্য থানা পুলিশকে জানানো হয়েছে। তথ্য প্রযুক্তির সাহায্যে পুলিশ খুঁজছে দুর্বৃত্তদের। জানা যায়, বাংলা নববর্ষের দিন সোমবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হাসান চৌধুরীর অফিসিয়াল মোবাইল নম্বর থেকে পৌরসভা, উপজেলা পরিষদের স্টাফসহ বিভিন্ন জোনের কাছে ফোন করে টাকা দাবি করে। বিনিময়ে নানারকম সুবিধা দেওয়ার কথা বলে। কেউ কেউ সাথে সাথে টাকা দাবি করার বিষয়টি ইউএনওকে জানায়। পরে ইউএনও তানভীর হাসান চৌধুরী তাঁর ফেসবুক পেজে বার্তা দিয়ে একটি সতর্ক বিজ্ঞপ্তি পোস্ট করেন। সতর্ক বিজ্ঞাপনটি আরও অনেকে শেয়ার করে ছড়িয়ে দেন। যে কারণে কেউ প্রতারিত হয়নি। রাতেই থানা পুলিশকে দুর্বৃত্তদেরকে খুঁজে বের করার অনুরোধ করা হয়। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার তানভীর হাসান চৌধুরী বলেন, পৌরসভার স্টাফসহ বিভিন্ন লোকের কাছে আমার অফিসিয়াল নম্বর থেকে ফোন করে টাকা দাবি করে। পরে বিষয়টি আমাকে জানানো হলে আমি সকলকে সতর্ক করি এবং থানাকে বিষয়টি জানিয়ে দেই। ক্লোন করা নম্বর থেকে ফোন যায় কিন্তু কেউ ফোন করলে আর যায়না। তিনি আরও বলেন, কখন যে কেউ কোনভাবে আমার নাম করে কোন সুবিধা দাবি করলে সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন। কেউ কোন অবস্থায় প্রতারিত হবেননা। বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান বলেন, তথ্য প্রযুক্তির সহায়তায় দুর্বৃত্তদের খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে।