Uncategorized

বোয়ালমারীতে বিয়ের প্রলোভনে ধর্ষণ, ধর্ষক গ্রেপ্তার

 বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : বিয়ের প্রলোভনে এক নারীকে ধর্ষণের অভিযোগে স্থানীয় থানায় মামলা হয়েছে। ধর্ষককে গ্রেপ্তার করে আদালতে চালান করেছে থানা পুলিশ।  জানা যায়, ফরিদপুরের বোয়ালমারী পৌর সদরের স্টেশন রোডের “স্বপ্ন সুপার শপে” কাজ করেন এক নারী (২৩)। সুপার শপের ব্যবস্থাপক হিসেবে রয়েছেন খুলনার সোনাডাঙ্গা এলাকার মো. বারেকের ছেলে আসাদুজ্জামান সৈকত। একই স্থানে কাজ করার সুবাদে দুইজনের মধ্যে মধুর সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে সৈকত ওই নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে গত ৫ এপ্রিল থেকে ধর্ষণ করে আসছে। সুপার শপের পিছনে একটি টিনসেড ভাড়া বাসায় তারা স্বামী স্ত্রীর মতো বসবাস করতে থাকে। দুপুরে এক ঘন্টা উভয়ে বাসায় রেস্ট নেয়। এলাকার লোকজনের সন্দেহ হলে ১৩ এপ্রিল রোববার রাত সাড়ে ১১টার দিকে কিছু লোক গিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করে। এ সময় সৈকত বিয়ের কথা অস্বীকার করে বলে, পরে সুবিধামতো সময় আমরা বিয়ে করে নিবো। ওই নারী তখনই বিয়ের কথা বললে সৈকত অপারগতা প্রকাশ করে। সোমবার সকালে ওই নারী থানায় আসাদুজ্জামান সৈকতকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৯(১) ধারায় মামলা দায়ের করেন। পুলিশ মামলার পরই আসামিকে গ্রেপ্তার করে। মঙ্গলবার আসামিকে আদালতে চালান করা হয়। নির্যাতিত নারীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

থানা অফিসার ইনচার্জ বিষয়টি নিশ্চিত করে বলেন, ধর্ষককে গ্রেপ্তার করে আদালতে চালান করা হয়েছে।   

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button