বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রওশন আরা বেগম (৪৮) নামের এক গৃহবধূর মৃত্যুর ঘটনা ঘটেছে।
সোমবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে বোয়ালমারী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কুশাডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
বিষয়টি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল মান্নান মোল্যা নিশ্চিত করেছেন।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, জেলার বোয়ালমারী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কুশাডাঙ্গা গ্রামের মো. হাসান শেখ ওরফে মান্দার শেখের স্ত্রী চার সন্তানের জননী রওশন আরা বেগম সোমবার সন্ধ্যার দিকে বসতঘরের পাশে গোয়ালঘর পরিস্কার করার জন্য মোটরের বৈদ্যুতিক সুইচ চালু করতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন। বিষয়টি তার পুত্রবধূ টের পেয়ে আশপাশের লোকজন ডেকে এনে তাকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তৃব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সাবরিনা হক রুম্পা বলেন, হাতপাতালে আসার আগেই রওশন আরা বেগমের মৃত্যু হয়েছে।