বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস পালন করা হয়েছে। পালন উপলক্ষে সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে একটি র্যালি বের হয়। র্যালি শেষে উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানা কাকলির সভাপতিত্বে বক্তব্য রাখেন, মৎস্য কর্মকর্তা জসিম উদ্দিন, উপজেলা নির্বাচন কর্মকর্তা শেখ আদিল, সমাজসেবা কর্মকর্তা কারিজুল ইসলাম, সাংবাদিক এ্যাডভোকেট কোরবান আলী প্রমুখ।