sliderস্থানীয়

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে সাংবাদিক হাসিবুলের হামলার অভিযোগ

পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদের উপর দেশ টিভির প্রতিনিধি মোঃ হাসিবুল ইসলাম হাসিব হামলা করেছে বলে অভিযোগ করেছে পিরোজপুরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন,

জানা যায় গত চার তারিখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হাতুড়ি ও লোহার পাইপ দিয়ে হাসিবুল ইসলাম হাসিব হামলা চালায়, আন্দোলনের সমন্বয়ক মোঃ রেদওয়ানুল ইসলাম মোঃ মুইন, রশনি, আসমা আক্তার মিতু সাংবাদিকদের কে জানান স্বাধীনতার আগের দিন চার তারিখের মিছিলে দেশ টিভির সাংবাদিক মোঃ হাসিবুল আমাদের উপর অতর্কিত হামলা চালায়, হাতুড়ি দিয়ে আমাদের এক সমন্বয়ককে বেধড়ক পিটুনি দেয় তাতে আহত হয় এক সমন্বযক সহ কয়েক ছাত্র, একজন সাংবাদিক প্রেসের কুটি পরে হাতে লোহার পাইপ নিয়ে কি ভাবে আক্রমণ করতে পারে জানতে চান তারা, পিরোজপুরের দেশ টিভি সাংবাদিক তিনি আওয়ামী লীগের একজন সক্রিয় নেতা, বর্তমান কমিটিতেও সম্পাদক হিসাবে আছেন এই স্বৈরাচারের দোসরকে প্রেসক্লাব থেকে অনতিবিলম্বে বহিষ্কারের দাবি জানান তারা, তারা একটা লিখিত স্মারকলিপির মাধ্যমে প্রেসক্লাবকে জানিয়েছে বলেও জানান তারা, আরও বলেন যদি অনতিবিলম্বে তাকে বহিষ্কার না করা হয় তবে যেকোনো মুহূর্তে প্রেসক্লাব ঘেরাও কর্মসূচি দিবেন এই হলুদ সাংবাদিক কে পিরোজপুরে তারা আর দেখতে চান না বলে সাংবাদিকদের বলেন। তারা আরো বলেন যে সকল সাংবাদিক ছাত্রদের পাশে দাঁড়িয়ে ছিলেন তাদের জীবনের হুমকি নিয়ে তাদের কাছে আমরা কৃতজ্ঞ বলেও জানান।

Related Articles

Leave a Reply

Back to top button