sliderরাজনীতিশিরোনাম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি গঠন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৮ সদস্যের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে আহ্বায়ক, সদস্য সচিব, প্রধান সংগঠক ও মুখপাত্রকে পদাধিকার বলে সদস্য করা হবে। এটি আন্দোলনের সাংগঠনিক কাঠামোর একটি উল্লেখযোগ্য পদক্ষেপ।

বৃহস্পতিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয়া হয়।

নবঘোষিত কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ১৮ সদস্য হলেন মো: মাহিন সরকার, রাশিদুল ইসলাম রিফাত, নুসরাত তাবাসসুম, লুৎফুর রহমান, আহনাফ সাঈদ খান, তারেকুল ইসলাম (তারেক রেজা), তারিকুল ইসলাম, মো: মেহেরাব হোসেন সিফাত, আসাদুল্লাহ আল গালিব, মোহাম্মদ রাকিব, সিনথিয়া জাহিন আয়েশা, আসাদ বিন রনি, নাঈম আবেদীন, মাহমুদা সুলতানা রিমি, ইব্রাহিম নিরব, রাসেল আহমেদ, রফিকুল ইসলাম আইনি এবং মঈনুল ইসলাম হাসনাত।

গত ২২ অক্টোবর আন্দোলনের সমন্বয় দল বিলুপ্তির পর এই এই কমিটির ঘোষণা এলো। এর আগে চার সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল।

আহ্বায়ক কমিটিতে আহ্বায়ক হিসেবে হাসনাত আবদুল্লাহ, সদস্য সচিব হিসেবে আরিফ সোহেল, প্রধান সংগঠক হিসেবে আবদুল হান্নান মাসুদ এবং মুখপাত্র হিসেবে উমামা ফাতেমাকে অন্তর্ভুক্ত করা হয়। এখন পর্যন্ত আহ্বায়ক কমিটিই সংগঠনের কার্যক্রম পরিচালনা করে আসছিল।
সূত্র : ইউএনবি

Related Articles

Leave a Reply

Back to top button