sliderরাজনীতিশিরোনাম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কমিটি গঠন

সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহকে আহ্বায়ক ও আরিফ সোহেলকে সাধারণ সম্পাদক করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার রাতে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সংবাদ সম্মেলনে চার সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম।

চার সদস্যের প্রাথমিক এই প্রাথমিক কমিটিতে কমিটিতে মুখ্য সংগঠক হয়েছেন আব্দুল হান্নান মাসুদ এবং মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন উমামা ফাতিমা।

কমিটির নাম ঘোষণা শেষে সারজিস আলম বলেন, এই কমিটি পুরো বাংলাদেশে সব শিক্ষা প্রতিষ্ঠানে কাজ করবে।

তিনি জানান, এই কমিটি সারাদেশে যারা জুলাই অগাস্টের আন্দোলনে সংগঠক হিসেবে কাজ করেছে তাদের একটি কাঠামোর মধ্যে নিয়ে আসবে।

কেন এই কমিটি গঠন করা হয়েছে তার কারণ ব্যাখ্যা করে আলম বলেন, ‘বিভিন্ন সময় আমরা শুনছি বিভিন্ন জায়গায় ভুয়া সমন্বয়ক সেজে অনেকে অনেক ধরনের কাজ করছে। কিন্তু আমাদের কোনো কমিটি কাঠামো না থাকায় এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া যায় না।’

যে কারণে নতুন কমিটি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে ও সারাদেশের বৈষম্যবিরোধী প্লাটফরমে যারা কাজ করেছে তাদেরকে সংগঠিত করবে।

পরবর্তীতে কমিটির আকার আরো বড় করা হবে বলেও জানান হয় এই সংবাদ সস্মেলনে।

সূত্র : বিবিসি

Related Articles

Leave a Reply

Back to top button