বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: হত্যা মামলার ফাঁসির আসামী ওবাইদুর মোল্লা (৩৫) দীর্ঘদিন পলাতক থাকার পর পুলিশের জালে ধরা পড়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) দিবাগত রাতে ফরিদপুর জেলার সদরপুর উপজেলার এলাকা থেকে বোয়ালমারী থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
ওবায়দুর মোল্লা দাদপুর ইউনিয়নের ভাটদি গ্রামের ওয়াহেদ মোল্লার ছেলে।
বোয়ালমারী থানার এসআই আব্দুল লতিফ মন্ডল জানান, বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়নের ভাটদি এলাকায় ২০১৯ সালের মার্চ মাসে মনিরা বেগম (৩০) নামের এক গৃহবধূকে হত্যার অভিযোগে তার নামে ওই গৃহবধূর স্বামী রবিউল ইসলাম বোয়ালমারী থানায় হত্যা মামলা করেন। মামলা নাম্বার ১৮।
ওই মামলায় চলতি বছরে ফাঁসির রায় দেন আদালত। ফাঁসির রায়ের পর সে পলাতক ছিল। গত মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে সদরপুর উপজেলার একটি এলাকা থেকে তাকে গ্রেফতার করে থানায় আনা হয়েছে।
বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ গোলম রসূল বলেন, ফাঁসির আসামি ওবায়দুরকে গ্রেফতারের পর বুধবার ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।