
জাহিদ হাসান : ভারতে পাছারের উদ্ধেশ্যে আনা বেনাপোল পুটখালী সীমান্তের দৌলতপুর গ্রামের ইছামতি নদীর পাড় হইতে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) কর্তৃক ৩.৩৫৩ কেজি ওজনে ০৬ টি বার আটক।
১০ জানুয়ারি (মঙ্গলবার) দুপুর ১ টায় গোপন তথ্যের ভিত্তিতে ২১ বিজিবি বেনাপোল দৌলতপুর সীমান্ত পিলার ১৭/৯ এস হতে আনুমানিক ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কামারবাড়ী নামক স্থানে অভিযান পরিচালনা করে ইছামতি নদীর পাড়ে কাদার মধ্যে পলিথিন ব্যাগের ভিতর কসটেপ দ্বারা মোড়ানো অবস্থায় কাদার মধ্যে ০৩ টি বড় এবং ০৩টি ছোট সর্বমোট ০৬ টি স্বর্ণের বার উদ্ধার করে ২১ বিজিবি। উদ্ধারকৃত ০৬ টি স্বর্ণের বারের ওজন ৩.৩৫৩ কেজি যার আনুমানিক সিজার মূল্য ২,৬০,৮৬,৩৪০/-(দুই কোটি ষাট লক্ষ ছিয়াশি হাজার তিনশত চল্লিশ ) টাকা।
বেনাপোল পুটখালী ২১ বিজিবি লেঃ কর্নেল মোহাম্মদ তানভীর জানান, বাংলাদেশ হতে ভারতে পাচারের উদ্দেশ্যে পাচারকারীরা বেনাপোল দৌলতপুর সীমান্তের কামারবাড়ী নামক স্থানে ইছামতি নদীর তীরে ০৬ টি স্বর্ণের বার কাদার ভেতর পুতে রাখে। কিন্তু আমাদের নিজেস্ব সোর্সের তথ্যের ভিত্তিতে জানতে পেরে সেখানে অভিযান পরিচালনা করে পরিত্যাক্ত অবস্থায় ০৬ টি স্বর্ণের বার আটক করতে সক্ষম হয়। উল্লেখ্য, ২১ বিজিবি কর্তৃক ২০২২ সাল হতে খুলনা ব্যাটালিয়নের দায়িত্বাধীন সীমান্ত এলাকা হতে মোট ২০ টি অভিযানে ২০ জন আসামী সহ সর্বমোট ৪৯ কেজি ৭২৬ গ্রাম স্বর্ণ আটক করতে সক্ষম হয়েছি,আটককৃত স্বর্ণের আনুমানিক সিজার মূল্য-৩৫,৮৯,৩২,৪৯৮/- (পয়ত্রিশ কোটি ঊননব্বই লক্ষ বত্রিশ হাজার চারশত আটানব্বই) টাকা। সীমান্তে চোরাচালান প্রতিরোধে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) সর্বদা তৎপর রয়েছে।