slider

বৃষ্টির আশায় শিবালয়ে ইসতিসকার নামাজ আদায়

সুমন হোসেন, মানিকগঞ্জ প্রতিনিধি : প্রচন্ড তাপদাহ থেকে মুক্তি পেতে বৃষ্টির আশায় মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার পৃথক তিন স্থানে স্থানীয় মুসুল্লিরা সালাতুল ইসতিসকার নামাজের জামাত ও বিশেষ দোয়া করেছেন।
বৃহস্পতিবার শিবালয় উপজেলার টেপড়া দশচিড়া মাঠে, নবগ্রাম মাঠে ও তেওতা ঈদগাহ্ মাঠে পৃথক তিনটি জামাত অনুষ্ঠিত হয়। এছাড়া, বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়।

জানা যায়, নামাজ শেষে মুসল্লিদের উদ্দেশ্যে খুতবা পাঠ করেন ইমামরা। পরে বৃষ্টির আশায় বিশেষ মোনাজাত করা হয়। কান্নাজড়িত কণ্ঠে আল্লাহর কাছে দাবদাহ থেকে মুক্তি চান ধর্মপ্রাণ মুসল্লিরা। এ সময় বৃষ্টির মাধ্যমে সারাদেশে শীতল স্পর্শ বুলিয়ে দেয়ার জন্য দোয়াও করেন তারা। নামাজের জামায়াতে স্থানীয় শত-শত মুসল্লি, মাদ্রাসা শিক্ষার্থী ও গ্রামবাসী অংশগ্রহণ করেন।

নামাজের ইমাম দারুল আমান জামে মসাজিদের খতিব মোঃ জাকিরুল ইসলাম খান জানান, সারাদেশে তীব্র গরমে অতিষ্ট হয়ে পড়েছে মানুষ। মানিকগঞ্জেও একই অবস্থা। তীব্র গরম থেকে মুক্তি পেতে ইসতিসকার নামজ আদায় করা হয়েছে ও মহান সৃষ্টিকর্তার কাছে দুইহাত তুলে বিশেষ মোনাজাত করা হয়েছে।

এ সময় নামাজ পড়তে আসা অনেক মুসল্লিরা জানান, তীব্র গরমে কাজের জন্য বাইরে বের হওয়া কঠিন হয়ে পয়েছে। অসহ্য এই রোদে ঘরের বাইরে থাকা যায় না। তাই, তারা রহমতের বৃষ্টির আশায় ইস্তেসকার নামাজ আদায় করছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button