
দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা: কুমিল্লার দাউদকান্দি উপজেলার বেহান হাটায় অবস্থিত বনফুল নার্সারি, নার্সারির মালিক হলেন রামু চন্দ্র ঘোষ। সততা ও কর্মদক্ষতায় সুনাম অর্জন করেছে কয়েক যুগ ধরে। এখানে সবজি, বনজ, ফলজ, ঔষধি ও ফুল সহ রয়েছে প্রায় সাড়ে তিন’শ গাছ (চারা) নার্সারিতে বর্তমান সময়ে কাজ করছে ৩০/৩৫ জন শ্রমিক। গত একসপ্তাহ পূর্বে ব্যাপক ঝড়-বৃষ্টির কারনে বনফুল নার্সারি’র বীজতলা ক্ষতিগ্রস্ত হয়েছে। বুধবার সরজমিন ঘুরে দেখা যায় বীজতলা নতুন করে সাজাচ্ছেন রামু চন্দ্র ঘোষ, সাথে তাঁর সহযোগী সহ। শুধু বনফুল নার্সারি নয়, এরকম অনেক নার্সারি এবং ব্যাক্তি উদ্যোগের সবজি বাগান নষ্ট হয়েছে দাউদকান্দি উপজেলার বিভিন্ন স্থানে। প্রকৃতির বিরূপ প্রতিক্রিয়া থেকে বাঁচতে ক্ষতিগ্রস্ত হলেও বৃক্ষ রোপণ ও সবুজায়নের কোনো বিকল্প নেই অভিমত কৃষি কর্মকর্তা ও বিশেষজ্ঞদের।