sliderউপমহাদেশশিরোনাম

বুধবার পদত্যাগ করবেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া

অবশেষে পদত্যাগের কথা জানালেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। তবে তিনি নিজে সে কথা সরাসরি দেশবাসীকে জানাননি। পার্লামেন্টের স্পিকারের মাধ্যমে তার পদত্যাগের কথা জানিয়েছেন।
প্রেসিডেন্টের পদত্যাগ চেয়ে দেশজুড়ে লাগাতার বিক্ষোভ চলছে। শনিবার ওই বিক্ষোভ ভয়াবহ পর্যায়ে ওঠে। সরাসরি রাজাপাকসার বাসভবনে ঢুকে পড়েন বিক্ষোভকারীরা। যদিও তার কিছুক্ষণ আগেই বাসভবন ছেড়ে বেরিয়ে পড়েছিলেন প্রেসিডেন্ট। তার জিনিসপত্র নৌবাহিনীর জাহাজে তুলতে দেখা যায়।
প্রেসিডেন্টের বাসভবনের পাশাপাশি প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের বাড়িতেও ঢুকে পড়েন বিক্ষোভকারীরা। ভাঙচুরের পাশাপাশি বাড়ির একাংশে আগুন ধরিয়ে দে‌ন তারা।
এই পরিস্থিতিতে পদত্যাগ করা ছাড়া আর কোনো রাস্তা নেই প্রেসিডেন্টের কাছে। এমনটাই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। স্পিকার মাহিন্দা ইয়াপা আবেবর্ধনে জানিয়েছেন, এই পদত্যাগের কথা প্রেসিডেন্ট গোতাবায়াই তাকে জানিয়েছেন।
তীব্র আর্থিক সঙ্কটের জেরে গত কয়েক মাস ধরে বিক্ষোভ চলেছে দ্বীপরাষ্ট্রে। সেই বিক্ষোভ শনিবার চরমে ওঠে। বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী বাড়িতে ঢুকে পড়েন।
সূত্র : আনন্দবাজার পত্রিকা

Related Articles

Leave a Reply

Back to top button