sliderশিক্ষা

বুধবার থেকে বেরোবিতে আশুরা ও পূজার ছুটি শুরু

বেরোবি প্রতিনিধি: শারদীয় দূর্গাপূজা ও পবিত্র আশুরা উপলক্ষ্যে বুধবার থেকে টানা ছয়দিনের ছুটিতে যাচ্ছে বেগম রোকেয়া বিশ^বিদ্যালয়।
দূর্গাপূজা ও পবিত্র আশুরা উপলক্ষ্যে আগামী ২৭ সেপ্টেম্বর(বুধবার)থেকে শুরু হয়ে ৩রা অক্টোবর পর্যন্ত এ ছুটি চলবে। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দফতরের সহকারী প্রশাসক তাবিউর রহমান প্রধান।
তিনি বলেন, দুর্গাপূজা ও পবিত্র আশুরা উপলক্ষে আগামী ২৭ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল এ্যাকাডেমিক কার্যক্রম এবং আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত প্রশাাসনিক কার্যক্রম বন্ধ থাকবে।
সনাতন ধর্মাবলম্বীরা প্রিয়জনদের সাথে দূর্গা পূজার আনন্দ ভাগাভাগি করতে ইতিমধ্যেই ক্যাম্পাস ছাড়তে শুরু করেছেন।
বিশ^বিদ্যালয়ের আবাসিক হল,বিভিন্ন মেসে থাকা শিক্ষার্থীরা প্রস্ততি নিচ্ছেন বাড়ী যাওয়ার।
এদিকে,স্বল্প মেয়াদী এই ছুটিতে বিশ^বিদ্যালয় হল কর্তপক্ষ আবাসিক হলগুলো বন্ধের কোন নির্দেশ দেয়নি।ফলে ছুটি শুরু হলেও অনেক শিক্ষার্থী এখনও আবাসিক হলগুলোতে অবস্থান করছেন।

Related Articles

Leave a Reply

Back to top button