সরকারবিরোধী জোট হিসেবে আত্মপ্রকাশ করলো জাতীয় ঐক্যফ্রন্ট। জোটে রয়েছে বিএনপি, ঐক্য প্রক্রিয়া, নাগরিক ঐক্য ও জেএসডি। তবে বাদ পড়েছে বি. চৌধুরীর বিকল্পধারা বাংলাদেশ।
শনিবার সন্ধ্যা ৬টায় জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিক ভাবে এ ঘোষণা দেন জাতীয় ঐক্য প্রক্রিয়ার আহ্বায়ক ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন।
পরে জোটের বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। এ সময় জাতীয় ঐক্য ফ্রন্টের ৭ দফা ও ১১টি লক্ষ্য পড়ে শোনান তিনি।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, গণস্বাস্থ্য নগর হাসপাতালের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।
এছাড়া ঐক্য প্রক্রিয়ার নেতা সুলতান মোহাম্মদ মুনসুর, মোস্তফা মহসীন মন্টু, আ ব ম মোস্তফা আমিন, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, আব্দুল মালেক রতন, অ্যাডভোকেট আলতাফ হোসেন, অ্যাডভোকেট জগলুল হায়দার, আ ও ম শফিক উল্লাহ, মোস্তাক আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।