বিয়ের প্রস্তাব ফিরিয়ে কোচের গুলিতে নিহত খেলোয়াড়
যার কাছে তাইকোয়ান্ডোর প্রশিক্ষণ নিতেন, সেই কোচই হঠাত্ করে বিয়ের প্রস্তাব দিয়ে বসেন। পত্রপাঠ সেই প্রস্তাবে ‘না’ করে দেন খেলোয়াড়। তাতেই দিগ্বিদিক জ্ঞানশূন্য হয়ে প্রত্যাখ্যানের জ্বালায় বছর পঁচিশের ওই যুবতীকে গুলি করে দেন কোচ। হাসপাতালে নিয়ে গেলে ওই তাইকোয়ান্ডো খেলোয়াড়কে মৃত ঘোষণা করা হয়। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১২ নভেম্বর) ভারতের হরিয়ানার গুরগাঁওয়ে।
নিহতের নাম সরিতা। গুরগাঁওয়ের বিলাসপুরে বাড়ি। তাইকোয়ান্ডোতে নিজের জেলার হয়ে ছ-বার প্রতিনিধিত্ব করেছেন। সম্প্রতি ফিজিক্যাল এডুকেশনে ডিপ্লোমা শেষ করে, চাকরির সন্ধানে ছিলেন। অভিযুক্তের নাম সোমবীর সিং। সম্প্রতি কোচের চাকরি থেকে ইস্তফা দেন অভিযুক্ত।
পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার জেলা পর্যায়ের তাইকোয়ান্ডো খেলোয়াড় সরিতার বাড়ি বয়ে এসে ফের বিয়ের প্রস্তাব দেন ওই কোচ। তা প্রত্যাখ্যান করায়, আচমকা গুলি চালিয়ে দেন। কোনও সূত্রে একটি দেশি পিস্তল জোগাড় করেছিল অভিযুক্ত।
নিহত ওই যুবতীর ভাই জানান, ওই প্রশিক্ষক দীর্ঘসময় ধরে দিদির পিছনে পড়েছিল। নানা ভাবে নানা সময় দিদিকে উত্ত্যক্ত করত। দিদি এর আগে একবার থানায় অভিযোগও দায়ের করেছিল। কিন্তু, ওই ব্যক্তি তার পরেও দিদির পিছনে পড়েছিলেন। চাকরি করতেন না বলেই, দিদি এই বিয়েতে সায় দেননি।
জানা গিয়েছে, অভিযুক্তের বাড়ি ঝাজ্জরের বাগডোলায়। পরিবারের সঙ্গে তার কোনও সম্পর্ক নেই। যে কারণে বিগত কয়েক মাস ধরে বাড়িতেও তিনি যাননি।
গুরগাঁওয়ের অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ প্রীত পাল জানান, ঘটনার তদন্ত শুরু হয়েছে। ঘটনার পর থেকেই ফেরার ওই কোচ। হরিয়ানা পুলিশ এখনও ওই অভিযুক্তকে গ্রেফতার করতে পারেনি।