বিয়ের প্রলোভনে গার্মেন্টশ্রমিককে ধর্ষণের অভিযোগ

সংবাদদাতা, আড়াইহাজার : আড়াইহাজারে বিয়ের প্রলোভনে ২০ বছরের এক গার্মেন্টশ্রমিককে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার গোপালদী পৌর সভার জালাকান্দী গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় প্রভাবশালী মহল আপস মীমাংসার জন্য বাদিকে চাপ দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
নির্যাতিত ওই নারী জানান, তিনি উপজেলার জালাকান্দি বোনাফাইড মশারি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে কাজ করতেন। একইসাথে কাজ করতেন উপজেলার ফতেহপুর ইউনিয়নের ব্রাক্ষণপাড়া গ্রামের রেজেক মিয়ার ছেলে শরীফ (২২)। সেই সুবাদে তাদের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দুই বছর ধরে তাদের মধ্যে সম্পর্ক চলে আসছিল। এরই মধ্যে ঘুরতে যাওয়ার কথা বলে বিশনন্দী এলাকায় নিয়ে একাধিকবার তাকে ধর্ষণ করেন শরীফ। ধর্ষণের ফলে তিনি দেড় মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েন।
ওই নারী শ্রমিক আরো জানান, পেটের বাচ্চা নষ্ট করার জন্য চাপ দিলে আমি রাজি হইনি। পরে বিয়ে করার শর্তে আমি তার কথায় বাচ্চা নষ্ট করে ফেলি। বর্তমানে আমার সাথে যোগাযোগ বন্ধ করে দিয়ে প্রভাবশালীদের দিয়ে মামলা না করার জন্য চাপ দিচ্ছেন শরীফ।
তিনি জানান, আমি এই বিষয়ে গত ২৫ আগস্ট একটি অভিযোগ দিলে ১১ দিনেও মামলাটি রেকর্ড হয়নি। যার ফলে আমি বর্তমানে আতঙ্কিত হয়ে পড়েছি।
নির্যাতিত নারীটি ন্যায় বিচারের দাবি করেন। জানা গেছে, মেয়েটির বাবা নেই, ভাইও নেই। বয়স্ক এক মায়ের সাথে বসবাস করেন। এই রিপোর্ট লেখা পর্যন্ত (শনিবার বিকাল সাড়ে ৪টা) মামলা রেকর্ড হয়নি।
এ বিষয়ে আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম জানান, মেয়েটি আমার কাছ থেকে আপস করার জন্য দুই দিনের সময় নিয়েছেন।