sliderদূর্ঘটনাশিরোনাম

বিয়ের নৌকা ডুবে নাইজেরিয়ায় ১০৩ জনের মৃত্যু

নাইজেরিয়ায় বিয়েবাড়ির অনুষ্ঠানের শেষে ফিরছিলেন তিন শ’ মানুষ। এই অবস্থায় নৌকাডুবি ঘটে। এতে প্রায় ১০৩ জন মারা যায়। উত্তর-মধ্যাঞ্চলের কাওয়ারা বিভাগে মঙ্গলবার (১৩ জুন) এ ভয়াবহ নৌ দুর্ঘটনা ঘটে।

নাইজার নদী দিয়ে যাচ্ছিল নৌকাটি। এ সময় একটা কাঠের গুঁড়ির সাথে নৌকার ধাক্কা লাগে। নৌকাটি দুই খণ্ড হয়ে ভেঙে যায়।

পুলিশ জানিয়েছে, প্রতিবেশী নাইজার থেকে মানুষ বিয়েবাড়িতে এসেছিলেন। বিয়ের অনুষ্ঠান শেষ হওয়ার পর তারা ফিরে যাচ্ছিলেন।

স্থানীয় পুলিশ প্রধান আব্দুল গানা লুকপাডা বলেছেন, ‘রাত তিনটে নাগাদ এই দুর্ঘটনা ঘটে। কাঠের গুঁড়িটি পানির নিচে ছিল। লৌকাটি গুঁড়িতে ধাক্কা মারে। একেবারে দুই টুকরো হয়ে যায়। উদ্ধারকারীদের আসতে কয়েক ঘণ্টা সময় লেগে যায়।’

উদ্ধারকারীরা এখনো পর্যন্ত এক শ’জনকে উদ্ধার করেছে বলে পুলিশের মুখপাত্র জানিয়েছেন।

নাইজার হচ্ছে নাইজেরিয়ার সবচেয়ে বড় নদী। এখানে স্থানীয় স্তরে বানানো নৌকা চলে। মাঝেমধ্যেই নৌকাডুবি হয়। কর্তৃপক্ষের দাবি, অধিকাংশ ক্ষেত্রেই ক্ষমতার চেয়ে বেশি মানুষকে নিয়ে নৌকগুলো চলাচল করে। তাই দুর্ঘটনা হয়।
সূত্র : ডয়চে ভেলে

Related Articles

Leave a Reply

Back to top button