
ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২৫ জনে দাঁড়িয়েছে।
শনিবার বিহারের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ (বিডিএমডি) এ তথ্য নিশ্চিত করেছে।
রাজ্যের ১৬টি জেলায়র ৮১ লাখ ৩০ হাজারের বেশি মানুষ এ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় কর্মকর্তারা জানান, বন্যায় পাঁচ জেলায় ২৫ জন প্রাণ হারিয়েছেন।
তারা জানান, ক্ষতিগ্রস্ত জেলাগুলোর বেশ কয়েকটি নদীর পনি এখনও বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
আবাসিক অঞ্চলগুলো প্লাবিত হওয়ার পাশাপাশি হুমকির মুখে পড়েছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধগুলোও।
স্থানীয়রা জানান, বন্যার পানি ঘরবাড়ি এবং দোকানে ঢুকে পড়েছে। বাইরে যাওয়ার জন্য মানুষকে নৌকা ব্যবহার করতে হচ্ছে।
স্থানীয় কর্মকর্তাদের মতে, সাড়ে পাঁচ লাখের বেশি মানুষকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। সিনহুয়া