
আন্দোলন স্থগিত করেছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। আগামী শনিবার (২৬ অক্টোবর) থেকেই মাঠে ফিরছেন সাকিব-তামিমরা।
বুধবার (২৩ অক্টোবর) রাত ১১টার দিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ও পরিচালকদের সঙ্গে বৈঠক করে এমন সিদ্ধান্ত নিয়েছেন ক্রিকেটাররা। তাদের এ সিদ্ধান্তের ফলে ভারত সফর নিয়ে সংশয় দূর হল।
বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
গণমাধ্যমকে পাপন বলেন, আমরা আগের দিনই বলেছিলাম যে ক্রিকেটারদের সব দাবিই আমরা মেনে নেবো। আজও এ নিয়ে আলোচনা হয়েছে। আমরা তাদের ৯টি দাবি মেনে নিয়েছি। তবে নতুন দাবি নিয়ে আমরা আলোচনা করিনি। এগুলো আইনগত ভাবে দেখা হবে। এক নম্বর দাবিতে আমাদের কিছু করার নেই।
এদিন রাত সাড়ে ৯টার পর মিরপুরে বিসিবি কার্যালয়ে বৈঠক শুরু হয়। বৈঠকে উপস্থিত ছিলেন সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, ইমরুল কায়েসদের মতো সিনিয়র ক্রিকেটাররা।
এর আগে সোমবার ঘরোয়া ক্রিকেটের মান উন্নয়ন ও বেতন-ভাতা বাড়ানোসহ ১১ দফা দাবিতে আন্দোলনে নামেন সাকিব-তামিমরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত সব ধরনের সব ধরনের ক্রিকেট বর্জনের সিদ্ধান্তের কথা জানান সাকিব-তামিমরা। তাদের এ আন্দোলনকে ষড়যন্ত্রের অংশ হিসেবে উল্লেখ করেছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এরপর বুধবার ক্রিকেটাররা গুলশানের একটি আবাসিক হোটেলে বসে নিজেদের মধ্যে আলোচনা করে ১১ দফার সঙ্গে আরও দুই দফা যোগ করে মোট ১৩ দফা দাবি বিসিবির কাছে পাঠান।