sliderজাতীয়

বিসর্জনের মাধ্যমে দেবী দুর্গা’র বিদায়

হিন্দু ধর্মের অন্যতম উৎসব শারদীয় দুর্গাপূজা। পাঁচ দিনব্যাপী এ উৎসবের শেষ দিন শুক্রবার (১৯ অক্টোবর) বিজয়া দশমীতে দশভূজা দেবী দুর্গার বিদায়ের সুর বেজে উঠেছে। জল তর্পণের মাধ্যমে দেবী দুর্গাকে বিসর্জন দিচ্ছে সনাতন হিন্দু সম্প্রদায়। বেলা আড়াইটা থেকে শুরু হয়েছে প্রতিমা বিসর্জন। চলবে রাত অবধি।
শুক্রবার বিকেলে রাজধানীর ওয়াইজঘাটে প্রতিমা বিসর্জন দেন ভক্তরা।
এর আগে ৩টার পর পরই বিভিন্ন এলাকা থেকে প্রতিমাসহ ভক্তরা জড়ো হন ওয়াইজঘাটে। বাদ্য আর আরতির মাধ্যমে বিসর্জন দেওয়া হয়।
চারদিন পূজার পর মাকে বিদায় জানানো সত্যিই কষ্টের। আমরা মায়ের কাছে অনেক কিছু চেয়েছি। আজ মা আমাদের পর করে চলে গেলেন বলে জানিয়েছেন রজিত কুমার নামে এক ভক্ত।
রতন নামে অপর ভক্ত বলেন, মাকে বিদায় দিচ্ছি এটা মানতে পারছি না। তবুও বিদায় দিয়েছি। তবে এক বছর পর আবারও মা আমাদের মধ্যে ফিরে আসবেন।
শেষবারের মতো তেল-সিঁদুর পরিয়ে চোখের জলে মাকে এক বছরের জন্য বিদায় জানান তারা। পূর্ব পশ্চিম

Related Articles

Leave a Reply

Back to top button