sliderস্থানীয়

বিষ প্রয়োগে ৫ লাখ টাকার মাছ মেরে ফেলার অভিযোগ

মোঃ রায়হান জোমাদ্দার,ঝালকাঠি: ঝালকাঠির নলছিটির কুসঙ্গাল ইউনিয়ন’র জামুরা গ্রামের মাহবুবুর রহমান নামে এক মাছচাষির দুটি’ঘেড়ে বিষ প্রয়োগ করে প্রায় ৫ লাখ টাকার মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) গভীর রাতে এ ঘটনা ঘটে। ভুক্তভোগীর মেয়ে বাদী হয়ে ২ জনকে বিবাদী করে নলছিটি থানায় অভিযোগ করেছেন।

ভুক্তভোগী মাছচাষি নলছিটি উপজেলার জামুরা গ্রামের মৃত মফেল উদ্দিন এর ছেলে মাহবুবুর রহমান।

অভিযোগে বলা হয়,স্থানীয় সাবেক ইউপি সদস্য মাহবুবুর রহমান এর সাথে দীর্ঘদিন ধরে একই বাড়ির জসিম হাওলাদার ও জাহাঙ্গীর হাওলাদার, দুই ভাইর সাথে দীর্ঘদিন পারিবারিক বিরোধ চলছিল। সেই পূর্ব শত্রুতার জের ধরে এ বিষ প্রয়োগ করেন। স্থানীয় মোঃ ফারুক এবং মিরাজুল খান জানান, তারা রাতে ওই দুই ভাইকে গেড়ের পাশে ঘুরতে দেখেছেন বলে জানিয়েছেন। সকালে পুকুরের প্রায় ৫ লাখ টাকার মাছ মরে ভেসে ওঠে।

ভুক্তভোগী মাহবুবর রহমান বলেন, বিষ প্রয়োগ করে পুকুরের নানা প্রজাতির ৪-৫ মণ মাছ নিধন করা হয়েছে। যার বাজার মূল্য প্রায় ৫ লাখ টাকা। মাছ বিক্রি করেই তার সংসার চলতো। এতে তিনি নিঃস্ব হয়ে পড়েছেন। মাছের সঙ্গে এমন শত্রুতা যারা করেছে তাদের কঠোর শাস্তির দাবি জানান তিনি।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মুরাদ আলী বলেন, বিষ প্রয়োগ করে মাছ মারার ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Related Articles

Leave a Reply

Back to top button