
মো.নজরুল ইসলাম,মানিকগঞ্জ: “স্বাস্থ্য অধিকার নিশ্চিতে কাজ করি একসাথে”,এই প্রতিপাদ্য কে সামনে রেখে মানিকগঞ্জ সিভিল সার্জন, হেলথ ওয়াছ ও বেসরকারি সংগঠন বারসিক এর যৌথ আয়োজনে সকালে জেলা সদর হাসপাতাল চত্ত্বরে রালী ও সিভিল সার্জন কার্যালয়ের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন ডা. মোয়াজ্জেম আলী খান চৌধুরী সিভিল সার্জন মানিকগঞ্জ।
বক্তব্য রাখেন জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি ডা. পংকজ কুমার মজুমদার, বিশিষ্ট পরিবেশবাদী রাজনৈতিক সাংস্কৃতিক ব্যক্তিত্ব এডভোকেট দীপক কুমার ঘোষ, ও বারসিক মানিকগঞ্জ এর আঞ্চলিক সমন্বয়কারী বিমল চন্দ্র রায় প্রমূখ।
বক্তারা বলেন একসময় স্বাস্থ্য দিবসে কেবল সচেতনতার কথা বলা হতো। এখন অধিকারের কথা জোরেশোরেই বলা হয়। এটাই আমাদের অর্জন। স্বাস্থ্য সেবার গুনগত মান নিশ্চিতে সরকার ও নাগরিক সবাই মিলে আরও অনেক কাজ করতে হবে।