sliderস্থানীয়

বিশ্ব নিরাপদ খাদ্য দিবস-২০২২ উপলক্ষে আলোচনা সভা ও উপকরণ বিতরণ

রংপুর ব্যুরোঃ বিশ্ব নিরাপদ খাদ্য দিবস-২০২২ উদযাপন উপলক্ষে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এবং রংপুর জেলা প্রশাসনের আয়োজনে আরডিআরএস বাংলাদেশ এর নিউট্রিশন ইন সিটি ইকোসিস্টেমস (নাইস) প্রজেক্টের আওতায় নগরীর সুরভী উদ্যান সংলগ্ন ফুসকা মার্কেটে এক আলোচনা সভা ও উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়। গতকাল আরসিআরএস বাংলাদেশ এর সহযোগিতায় অনুষ্ঠিত আলোচনা সভা ও উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ও ১৯নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মোঃ মাহামুদুর রহমান টিটু।
অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ গোলাম রব্বানীর সভাপতিত্বে এবং জেলা স্যানিটারী ইন্সপেক্টর মোঃ মাহাবুবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভা ও উপকরণ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন-জেলা নিরাপদ খাদ্য অফিসার সৌরভ চন্দ্র বর্ম্মণ, পদক্ষেপ রংপুর জোনাল ম্যানেজার মোস্তাফিজুল গণি, আরডিআরএস বাংলাদেশ এর নিউট্রিশন ইন সিটি ইকোসিস্টেমস (নাইস) প্রজেক্ট এর প্রজেক্ট কো-অডিনেটর কৃষিবিদ খন্দকার ফারজান আহমেদ ও সিনজেন্ট ফাউন্ডেশনের ফিল্ড কো-অডিনেটর মাহাবুব আলম।
আলোচনা সভা শেষে ফুসকা মার্কেটের ব্যবসায়ীদের পুনবাসনের লক্ষে বিভিন্ন ধরনের উপকরণ প্রদান করা হয়।

Related Articles

Leave a Reply

Back to top button