
মো.নজরুল ইসলাম, মানিকগঞ্জ :’সকলের জন্য নিরাপদ খাদ্য উৎপাদনে গ্রামীণ নারী’ “বিশ্বব্যপী জীবন যাত্রার ব্যায় সংকটে গ্রামীণ নারী” এই প্রতিপাদ্য নিয়ে আজ মানিকগঞ্জ সদর উপজেলার গাজী নবগ্রাম মাঝিপাড়ায় ও সিংগাইর উপজেলার বিনোদপুর ঋষিপাড়ায় বিশ্ব গ্রামীণ নারী দিবসে টেকসই নারী উন্নয়নে
গ্রামীণ খেলাধুলা ও আন্তঃপ্রজন্ম সংলাপ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সংলাপে নারী উন্নয়ন সমিতির সভাপতি – প্রজা রাজবংশীর সভাপতিত্বে ও বারসিক কর্মকর্তা কমল চন্দ্র দত্তের সঞ্চালনায় কর্মসূচির ধারণা পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক কনিকা রাজবংশী।
আলোচনায় বক্তব্য রাখেন নারীনেত্রী মাধবীলতা রাজবংশী, ইয়ুথ গ্রীণ ক্লাবের জেলা সহসভাপতি মিজানুর রহমান হৃদয়,বারসিক প্রকল্প কর্মকর্তা মো. নজরুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বিকাশ রাজবংশী,বারসিক কর্মকর্তা ঋতু রবি দাস প্রমুখ।
এদিকে সিংগাইর বিনোদপুর একই কর্মসূচিতে সংগঠনের সভাপতি :ঝর্না রানী দাসের সভাপতিত্বে ও বারসিক প্রকল্প কর্মকর্তা রিনা সিকদার এর সঞ্চালনায় কর্মসূচির ধারণা পাঠ করেন সাধারণ সম্পাদক: সুবর্না রানী দাস। গ্রামীণ খেলা পরিচালনা করেন, বারসিক প্রকল্প কর্মকর্তা আছিয়া আক্তার। নির্দেশনায় নয়নমনি দাস, সুবল দাস, কালী দাস, কমল দাস, মন্জু দাস গ্রামীণ খেলাধুলায় পুরস্কার প্রাপ্তরূ হলেন অঞ্জনা, কনিকা, রিনা, দিপিকা, এনা। আর পুরুষ ছিলেন, পরিক্ষিত রাজবংশী, হারাধন, শ্রীদাম রাজবংশী, কমল রাজবংশী, যুব পর্যায়ে, প্রমিত, বিকাশ প্রমুখ।
বক্তারা বলেন গ্রামীণ নারী অর্থনীতির মূল চালিকাশক্তি। তারা সারাদিন সংসারে অসংখ্য কাজ করেন। আমরা তাদের সকাল কাজের স্বীকৃতি মূল্যায়ন ও জাতীয় আয়ের সাথে যুক্ত করার জন্য জোর দাবি জানাই।