বিশ্বের সবচেয়ে বেশী বয়সী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন মাহাথির

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বর্ষীয়ান রাজনীতিক ডা: মাহাথির মোহাম্মদ। স্থানীয় সময় বৃহস্পতিবার রাত দশটার কিছু সময় আগে তার শপথ অনুষ্ঠিত হয়।
বিশ্বের সবচেয়ে বেশী বয়সী ও মালয়েশিয়ার সপ্তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন মাহাথির। বুধবার অনুষ্ঠিত নির্বাচনে তার নেতৃত্বাধীন পাকাতান হারাপান জোট পরাজিত করেছে প্রধানমন্ত্রী রাজিব নাজাকের ক্ষমতাসীন দলকে।
বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৯টা ৫৭ মিনিটে রাজধানী কুয়ালালামপুরে মাহাথিরকে শপথ পড়ান মালয়েশিয়ার রাজা সুলতান মুহাম্মদ পঞ্চম।
শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাহাথিরের স্ত্রী ড. সিতি হাসমাসহ জোটের শীর্ষ নেতারা।
বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে মাহাথির জানিয়েছিলেন, তার প্রাক্তন ঘনিষ্ঠ সহযোগী আনোয়ার ইব্রাহিমের স্ত্রী ড. ওয়ান আজিজাহকে উপপ্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেবেন।
১৯৮১ সাল থেকে ২০০৩ সাল পর্যন্ত একটানা মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন মাহাথির। বুধবারের জাতীয় নির্বাচনে মাহাথিরের জোট ২২২টি আসনের মধ্যে ১১৩টিতে জয় পায়।