বিশ্বের সবচেয়ে খাড়া ও ঝুলন্ত রেলপথ চালু করেছে সুইজারল্যান্ড। বরফ আচ্ছাদিত আঁকাবাঁকা পাহাড়ের মাঝেই নতুন এই রেলপথটি সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি করেছে দেশটি।
এতে খরচ হয়েছে প্রায় ৫.২৬ কোটি মার্কিন ডলার। সমুদ্র তল থেকে এই রেল পথের উচ্চতা ১ হাজার ৩শ’ মিটার। চোঙের মতো দেখতে এই ট্রেনে যাত্রার সময় কোনো যাত্রী দাঁড়িয়ে থাকতে পারবেন না। আসনে বসেই প্রত্যেক যাত্রীকে পথ অতিক্রম করতে হবে।
রেল পথটি মাটি থেকে ৭৪৩ মিটার উপর দিয়ে যাবে। মোট ১ হাজার ৭শ’ ৩৮ মিটার পথ অতিক্রম করবে। প্রতি সেকেন্ড দশ মিটার পথ অতিক্রম করবে এই অত্যাধুনিক ট্রেন।