sliderআন্তর্জাতিক সংবাদশিরোনাম
বিশ্বের প্রথম তিন ইঞ্জিন বিশিষ্ট মানববিহীন ড্রোনের মালিক চীন

মশিউর অর্ণব: চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সিচুয়ান প্রদেশের টেংডেন টেকনোলজি এই ড্রোনটি তৈরি করে। ডিফেন্স এরোস্পেস।
১১ মিটার দৈর্ঘ্য ও ২০ মিটার প্রস্থের এই ড্রোনে রয়েছে তিনটি পিস্টন ইঞ্জিন। ড্রোনটি ৩.২ টন ওজন বহন করতে পারবে। এই ইঞ্জিনগুলোই ড্রোনটিকে শক্তিশালী করার পাশাপাশি অধিক ওজন বহনে সক্ষম করেছে। এটি প্রতি সেকেন্ডে উপরে ওঠতে পারবে ১০ মিটার করে। টানা ৩৫ ঘণ্টা উড্ডয়ন সক্ষমতার এই ড্রোনটির উড্ডয়ন সীমা প্রায় ৯৫০০ মিটার।
ঘণ্টায় সর্বোচ্চ প্রায় ৩০০ কিলোমিটার গতিসীমার এই অত্যাধুনিক ড্রোনটি ২০২১ সালের দিকে বাজরে আসবে। এই বিশাল ড্রোনটি পরিবহন ও বিভিন্ন মিশনে ব্যবহার করা হবে। প্রাথমিক অবস্থায় ড্রোনটির বিক্রি শুধু চীনের মধ্যে সীমাবদ্ধ থাকলেও পরবর্তীতে অন্যান্য দেশের কাছেও এটি বিক্রি করা হবে।