
রেকর্ড এবং ভারত অধিনায়ক বিরাট কোহলি- এখন যেন একে অপরের সমার্থক। এখন প্রায় প্রতিদিনই একটি করে রেকর্ড ভাঙছেন তিনি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজেও জোড়া সেঞ্চুরি করে বেশ কিছু রেকর্ড ভেঙেছিলেন ভারত অধিনায়ক। আর এবার শ্রীলঙ্কার বিরুদ্ধে নাগপুরে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টে করে ফেললেন এমন এক নজির যা অধিনায়ক হিসেবে গোটা ক্রিকেট বিশ্বে কারোর নেই।
বিরাট কোহলির সঙ্গে উসেইন বোল্টের মিল কোথায়? উত্তরটা এখন বেশ সহজেই বলে দিতে পারবেন ক্রিকেটপ্রেমীরা। একজন ট্র্যাক অ্যান্ড ফিল্ডে বিশ্বের দ্রুততম ব্যক্তি তো অন্যজন বাইশ গজের। কোথায় থামবেন তিনি? এমন প্রশ্নকে আপাতত বাউন্ডারির বাইরেই ফেলে দিচ্ছেন ক্যাপ্টেন কোহলি। কারণ এখন শুধুই এগিয়ে যাওয়ার পালা। একটা সময় শচিন টেন্ডুলকর, বীরেন্দ্র শেহবাগের ব্যাটিং নিয়েও নানা কাটাছেঁড়া হতো। কিন্তু পরিসংখ্যানবিদদেরও যেন সমস্যায় ফেলে দিচ্ছেন ভারত অধিনায়ক। এমন দ্রুতগতিতে ছুটছে তাঁর রানের গাড়ি, যে বাকি ক্রিকেটারদের ব্যাটগুলিকে রীতিমতো লজ্জায় পড়তে হচ্ছে। বোল্টের গতিকে বিদ্যুতের সঙ্গে তুলনা করা হলে কোহলিকে ‘থান্ডার বিরাট’ আখ্যা দিলে হয়তো খুব একটা অযৌক্তিক হবে না।
তার শতরান মানেই কোনো না কোনো রেকর্ড। তা সেটা ওয়ানডে তে আসুক কিংবা টেস্টে। প্রথম টেস্টে ইডেনে আন্তর্জাতিক কেরিয়ারের ৫০ তম শতরান করার পর রোববার জামথায় আরো একটি সেঞ্চুরি এল বিরাটের ব্যাট থেকে। আর ১৯ তম টেস্ট শতরান করেই নয়া একটি রেকর্ড গড়ে ফেললেন বিরাট। আন্তর্জাতিক আঙিনায় প্রথম অধিনায়ক হিসেবে এক ক্যালেন্ডার বর্ষে দশটি শতরান গড়ার নজির গড়লেন ভারত অধিনায়ক। টপকালেন সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক রিকি পন্টিং এবং দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক গ্রেম স্মিথকে। দু’জনেই এক ক্যালেন্ডার বর্ষে অধিনায়ক হিসেবে ন’টি করে সেঞ্চুরি করেছিলেন।
এর পাশাপাশি টেস্টে ভারতীয় অধিনায়কদের মধ্যে সবচেয়ে বেশি শতরান করার রেকর্ডও গড়ে ফেললেন চিকু। টপকালেন সাবেক ভারত অধিনায়ক ও কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাসকরকে। অধিনায়ক হিসেবে টেস্টে গাভাসকরের সংগ্রহে ছিল ১১টি শতরান। আর বর্তমানে বিরাটের সংগ্রহে ১২টি শতরান। অন্যদিকে দ্বিশতরান হওয়া মাত্রই আরো একটি রেকর্ড ঢুকল বিরাটের ঝুলিতে।
অধিনায়ক হিসেবে পাঁচটি দ্বিশতরান করে ব্রায়ান লারার রেকর্ড ছুঁলেন তিনি। ক্যাপ্টেন হিসেবেই এটিই কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ দ্বিশতরান। আর ব্যাটসম্যান হিসেবে শচিন টেন্ডুলকরের দ্বিশতরানের সংখ্যা (৬) থেকে আর মাত্র একধাপ দূরে দাঁড়িয়ে তিনি।