sliderস্থানিয়

বিশ্বম্ভরপুরে তাহিয়া একাডেমির আলোচনা সভা ও ফ্রি মেডিকেল ক্যাম্প

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে হতদরিদ্র নিম্ন আয়ের মানুষের স্বাস্থ্য সচেতনতায় আলোচনা সভা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার ফতেপুর ইউনিয়নের সাতগাঁও এলাকায় অনন্তপুর গ্রামে তাহিয়া একাডেমির আয়োজনে দারুল কুরআন হাফিযিয়া মাদ্রাসা প্রাঙ্গেণে ১৭ সেপ্টেম্বর দিনব্যাপী স্বাস্থ্যসেবা প্রদান করেন ডাঃ ফারজানা রশিদ তামান্না।

মাওলানা আলীম উদ্দিন’র সভাপতিত্বে ও তাহিয়া একাডেমির পরিচালক সাংবাদিক শফিউল আলমের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন শেখ দিলোয়ার হোসেন তিনি বলেন অনন্তপুর গ্রামের মানুষ আমার আপনজন, এ গ্রামের মানুষের সবছেয়ে বড় দুর্ভোগ নিকটে কোন স্বাস্থ্য কমপ্লেক্স নেই তাই এখানকার মানুষের উন্নত চিকিৎসার জন্য শহরে যেতে অনেক কষ্ট হয়। তিনি আরো বলেন উপজেলার সাথে সকড় যোগাযোগ স্থাপন করা হলে ফতেপুর ইউনিয়নের মানুষের জীবন মান উন্নয়ন হবে।
ডাক্তার ফারজানা রশিদ তামান্না বলেন এখানে আরো আগে আসা দরকার ছিল পরবর্তীতে আরো কয়েকজন ডাক্তার সহ আসব।
উপকারভোগীরা বলেন আমাদের বিশ্বম্ভরপুর উপজেরা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনুর রশিদ’র সুযোগ্য কন্যা ডাক্তার ফারজানা রশিদ তামান্না আন্তরিকভাবে স্বাস্থ্য সেবা প্রদান করায় সবসময় কৃতজ্ঞতা আবদ্ধ থাকব। এ সময় সকলেই তাহিয়া একাডেমি ও দারুল কুরআন মাদ্রাস অনন্তপুর’র উত্তরোত্তর সফলতা কামনা করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button