রাশিয়ায় আসন্ন ফিফা বিশ্বকাপে ফুটবলারদের স্ত্রী বা বান্ধবীদের জন্যও নেয়া হচ্ছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। এই উদ্যোগ নিয়েছে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন। সংস্থাটির একজন মুখপাত্র জানিয়েছেন, ফুটবলার ছাড়া কোচদের পরিবারের সদস্যরাও নিরাপত্তা পাবেন। সেজন্য পরিবারের সদস্যরাও তাদের অফিসিয়াল পরিবহনেই ভ্রমণ করবেন।
কিছু খেলোয়াড় তাদের পরিবারের সদস্যদের নিরাপত্তার জন্য নিজস্ব ব্যবস্থাও গ্রহণ করার কথা বলেছিলেন। তাই খেলোয়াড়দের নিশ্চিন্ত রাখতেই এফএ এই সিদ্ধান্ত নিয়েছে। তবে এই নিরাপত্তা নিশ্চিত করতে কি পরিমাণ সদস্য নিয়োগ করা হবে তা নিশ্চিত করেনি সংস্থাটি।
ইত্তেফাক